কাউকে ভালবাসার কথা জানালে প্রাপকের কাছে দুটি জবাব
থাকে।
হ্যাঁ
না
এর বাইরে তৃতীয় কোন উত্তর নেই।
তৃতীয় কোন
চিন্তা নেই।
আমি তাকে মনের কথা জানানোর পর সে কিছুক্ষণ
ভেবে ' না ' সূচক জবাব দিল।
কী আশ্চর্য ! পৃথিবীতে এত এত মানুষ আছে, এদের
কজনকে নিয়ে সে আলাদা করে ভেবেছে ? আমাকে
নিয়ে সে আলাদা করে ভেবেছে। আলাদা করে সময়
বের করে চিন্তা করেছে।
তার হাতে মাত্র দুটি জবাব ছিল সেখান থেকে একটি দিয়ে দিল
আমাকে।
পৃথিবীর সাতশো কোটি মানুষ তার কোন একটি অন্তরও পায়
নি। আমাকে সে পরম আদরে রেখেছে অন্তরের ' না
' বোধক হৃদয়ে !!
আচ্ছা হ্যাঁ এবং না এর বাইরে তৃতীয় কোন জবাব কি থাকতে
পারে না ??
তৃতীয় জবাব হল আমি তোমাকে ভালবাসি এবং ভালবাসি না এর
মাঝা মাঝি একটা জায়গা।
আমি তোমার সাথে সারাজীবন এক ছাদের নিচে কাটাব না...
তবু কখনো মনে হবে , ইসসস !তুমি থাকলে হয়ত জীবনটা
অন্যরকম হত !
...এই ধরো ..
জুনের রাতে কান্না এলে তুমি যাকে ফোন করে কাঁদবে
, আমি একদিন সেই ফোন রিসিভ করা ব্যক্তিটি হব !
হুড লাগিয়ে যে মানুষটিকে নিয়ে রিকশায় ঘুরছো আমি সেই
মানুষটি না হই তবু ক্ষনে ক্ষনে কিছু গ্যাস বেলুন দেখে
মনে পড়বে আমার কথা।
রোজ না...
কোন কোন দিন তুমি মহিনের গান শুনে তোলপাড় হবে।
ভোরের দিকে খিদে পেটে বারান্দায় দাড়াবে। ফোন
করে জিজ্ঞাসা করবে ' কেমন আছো ?'
কেমন আছো' বাক্যটি খোলাসা করলে দাড়ায় - কে?
মন ? আছো ?
কী সাংঘাতিক কথা!
কে? মন? কে খোলাসা করলে দাড়ায় ' কে? আমি? ;
অর্থাৎ আমি কে ??
প্রচণ্ড নির্দয় মানুষটি কোন একদিন বারান্দায় দাড়িয়ে জিজ্ঞাসা
করছে - আমি কে ?
কি জবাব দিব আমি ? তৃতী
য় কোন জবাব কী আছে ?
- Zunayed evan ভাই 🖤
0 coment rios: