Monday, January 10, 2022

Islam

১০ জানুয়ারি ৬২৬ খ্রিস্টাব্দের আজকের এইদিনে হোসাইন ইবনে আলী রা. জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নবী হযরত মুহাম্মাদ সা. এর দৌহিত্র এবং আলী রা. ও ফাতিমা রা. এর দ্বিতীয় পুত্র। হাদিস থেকে জানা যায় হাসান রা. ও হোসাইন রা. হবেন জান্নাতে যুবকদের সর্দার। ইয়াজিদ ক্ষমতার মসনদে বসলে হোসাইন রা. মদিনা ত্যাগ করে মক্কায় অবস্থান শুরু করেন। এই সময় কুফার গণ্যমান্য ব্যাক্তিদের কাছ থেকে কুফায় যাওয়ার জন্য চিঠি আসতে লাগলো। তিনি অবস্থা পর্যবেক্ষণ করার জন্য চাচাতো ভাই মুসলিম বিন আকীলকে কুফায় পাঠায়। মুসলিম বিন আকীল পরিস্থিতি ভালো জানালে হোসাইন রা. ইস্তিখারা করেন এবং অবশেষে কুফায় যাওয়ার সিধান্ত নেন। এই সংবাদ ইয়াজিদ এর কাছে পৌঁছালে তিনি বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফায় যাওয়ার নির্দেশ দেন। জিয়াদ এসে কুফার মানুষকে ভয় দেখালে তারা মুসলিম বিন আকীলের সাথে গাদ্দারি করে। জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকীলকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেয় এবং হোসাইন রা. এর পথ অবরোধ করে কারবালার প্রান্তরে ৬১ হিজরির ১০ মুহররম (৬৮০ খ্রিস্টাব্দ) হোসাইন রা. কে তার ৭২ জন সঙ্গী সহ নির্মম ভাবে শহীদ করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: