বছর খানেক আগেকার কথা…
ভয়াবহ করোনা। শহরে তখন অলিতে গলিতে To- Let এর সাইনবোর্ড,
To- Let শব্দটা যে একটা দুর্ভিক্ষের রূপক শব্দে পরিণত হবে, সেটা এতকাল পর্যন্ত কোন ভাষাবিদ পর্যন্ত আঁচ করতে পারে নি। একটা বাসা বদলে ভ্যান গাড়ি করে শহরের অন্য কোন গলিতে অন্য একটি বাসায় স্থানান্তরিত হওয়া আর খাট- তোষক, টেলিভিশন নিয়ে লঞ্চে করে শহরটাকে ছেড়ে যাওয়ার সময় পেছন থেকে নদীর তীরটা যেরকম ছোট আর ঝাপসা হয়ে আসে, সাথে করে স্বপ্ন গুলোও।
বছর খানেক পরের কথা...
মাঝে কিছু অতিরিক্ত গোরস্থানের সাথে সম্বন্ধ ,যাদের সাথে রাগ অভিমান কিংবা বেঁচে থাকার একটা ভরসার জায়গা ছিল। সেই সব মেনে না নিয়েই মেনে নিতে হয়েছে। যেন বোধহীন শিশু, ইচ্ছের অবাধ্য হয়ে শুনেছে মায়ের কথা। আবার শুরু করা নতুন করে নাকি শেষ হবার আর কিছু নেই?
আবার ফিরে আসা লঞ্চে , বিছানা – আসবাবপত্র সাথে করে নিয়ে কিছুটা এদিক- কিছুটা সেদিক... বদলেছে বাসস্থান, অফিস , কলিগ। শহরের আকাশ। দুপুরের কাক। বদলে যাবার কনসার্ট। সব কেমন আগের মতো।
যুদ্ধের সময় যখন হঠাৎ গোলাগুলির শব্দ থেমে যায়, যুদ্ধ থেমে গেছে বলে ভুল করে কেউ। আমরা কী এরকম কোন ভুলের ভেতরে আছি ?
ট্রাফিক এলার্ট যত না সাক্ষ্য দেয়- যানজট বেড়ে গেছে- তার চেয়ে অধিক সাক্ষ্য দেয়- আমরা আবার স্বাভাবিক হয়ে গেছি শুধু... কিছু গোরস্থানের সাথে সম্বন্ধ হয়েছে নতুন।
0 coment rios: