''তুমি যে তুমিই, ওগো সেই তব ঋণ
আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন।''
রবীন্দ্রনাথের এই দুটা লাইন প্রথম শুনেছি লেখক জাভেদ হুসেনের কাছ থেকে। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আধুনিক কবিতার একটি মনে হয়। যদিও তাকে আধুনিক কবি বলা যায় কিনা, এই নিয়ে তর্ক আছে। আমি সেই তর্কে যাবো না। আমি শুধু কবির এই দুটা লাইনের প্রতি আমার মুগ্ধতা, আমার আনুগত্য প্রকাশ করব।
খেয়াল করে দেখুন, '' তুমি যে তুমিই, '' অর্থাৎ তুমি যে তুমি হয়েছো, আমার ভালোবাসাকে সার্থক করার জন্য এই তোমার অস্তিত্ব জরুরী ছিল। তার পরের অংশ- '' ওগো সেই তব ঋণ ''
অর্থাৎ তুমি , তুমি হবার মধ্য দিয়ে আমাকে ঋণী করলে। প্রশ্ন আসে, সেই ঋণ শোধ করবো কীভাবে ?
'' আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন।'' অর্থাৎ আমি আমার প্রেম দিয়ে সেই ঋণ শোধ করব। এখানে 'করব' শব্দটা ফুরায় নি। অর্থাৎ এই ঋণ শেষ হবার নয়। তাই '' চিরদিন '' শব্দটা ব্যবহার হয়েছে।
তাহলে আবার আসি,
''তুমি যে তুমিই, ওগো সেই তব ঋণ
আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন।''
অর্থাৎ, তুমি যে তুমিই হয়েছো , সেটাই আমার ভালোবাসার জন্য ঋণ। আমি আমার প্রেম দিয়ে অনন্তকাল এই ঋণ শোধ করে যাবো।
মাত্র দুটা লাইনে, কী দারুণ অভিব্যক্তি। এখানেই কবির মাহাত্ম্য প্রকাশ পায়।
Books of Zunayed Evan
0 coment rios: