Tuesday, April 5, 2022

জুনায়েদ ইভান

 'অ্যাশেজ' বর্তমানে তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয়'র তালিকায় রয়েছে। 


একটা সময় ছিল যখন এল আর বি, আর্ক, নগরবাউল, মাইলস, প্রমিথিউস, দলছুট, সোলস, ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, নেমেসিস, অর্থহীনসহ অন্যান্য ব্যান্ডদলগুলোর মিউজিকে ডুবে থাকতাম। মূলত এল আর বি ব্যতীত অন্যকোনো ব্যান্ডের গান আমাকে তেমনভাবে আকর্ষিত করতে পারেনি। অ্যাশেজ এর সাথে পরিচিত হয়েছি একদম শেষে। প্রথমে খুব একটা মনযোগ দেইনি। 


অ্যাশেজের গানে সুরের মূর্ছনা নেই, কবিতার ধারা নেই, 

তাল নেই, অন্তরার সাজ নেই, মেলোডি নেই। 


অ্যাশেজ একটি ভিন্ন ধারার মিউজিক ব্যান্ড। শুধুমাত্র গানকে ফোকাস করলে আপনি অ্যাশেজকে পুরোপুরি অনুভব করতে পারবেন না। 

অ্যাশেজকে গ্রহণ নিতে হবে সামগ্রিকভাবে। 

প্রায় প্রতিদিনই আমি জুনায়েদ ইভানের গান শুনি। ড্রাইভ করার সময় কখনও বা মর্নিং ওয়াকে।  

ইউটিউবে কনসার্টগুলো আপলোড হবার পরপরই আমার সার্চবারের প্রথম সারির ভিডিওতে সেটা ভেসে আসে।


গানের প্রতিটি শব্দের মাঝে কি যেন এক মায়া লুকিয়ে আছে। আছে ভালোবাসা, মুগ্ধতা, জীবনকে রোমাঞ্চিত করার এক অনন্য প্রেরণা। 

দুই লাইনে একটা বিষাদের গল্পকে তুলে ধরা হয়। 

ফিরে আসার উৎসাহ যোগায়। 

নিঃস্ব মনে খোরাক জন্মে। হতাশাগ্রস্ত হৃদয়কে বিপ্লবী করে তোলে! 

তাইতো দেশজুড়ে লাখো কোটি তরুণের মনে যায়গা করে নিয়েছে অ্যাশেজ। 


প্রিয় 'জুনায়েদ ইভান' এর জন্য মন থেকে দোয়া করি। 

সঙ্গীত শুধুমাত্র বিনোদনের ক্ষেত্র নয়, এর অপর নাম ভালোবাসা। অসহায়দের জন্য মানবিক সাহায্যের কাজ করা যায়, মানুষকে ভালোবাসা যায়, ভালোবাসা ছড়িয়ে দেয়া যায়, সেটা তিনি প্রমাণ করেছেন...


Zunayed Evan  ♥️



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: