শেষ Shesh - জুনায়েদ ইভান
এই গল্পে কেউ আক্ষেপ খুঁজে পায় হুইল চেয়ারে বসে দেখা নিঃসঙ্গ নক্ষত্রে। কেউ টরোর শিং সাথে নিয়ে বাঁচতে চায়, কারণ পিছনে তাকানো যাবে না। পেছনে এক পাল ষাঁড়। কেউ জীবন ছেড়ে পালিয়ে যায় পুরানো রেকে প্রতাশিত কাগজের ভিড়ে; সম্বোধন ছাড়া লেখা রুদ্রের শেষ চিঠিতে। কেউ অতীত জলাঞ্জলি দেয় বূষ্টির ফোঁটায়, প্লাস্টিকের বালতিতে। গুনতে ভুল করলে আবার শুরু করা যায়, কিন্তু যায় কি ?
হয়তো যায়, হয়তো যায় না। এই যাওয়া না যাওয়ার এক বিষন্ন মিশ্রণের নামই হলো "শেষ"।
পাঠ প্রতিক্রিয়াঃ
১১২ পৃষ্ঠার বই অথচ ভাবের গভীরতা অসীম। প্রতিটা লাইন পড়ার সময় ভাবতে হয়েছে প্রচুর। একেকটা লাইনের ভিতরে হাজারটা আক্ষেপ, স্মৃতি আর রহস্য লুকায়িত। আর বইয়ের শেষটার জন্যই হয়তো "শেষ" নামটার বিকল্প নেই। বইটি পড়ে শেষ হয়ে যাবার পরে, চিঠি গুলো পড়তে না পারার আক্ষেপ পাঠকের রয়েই যাবে। পুরো বইজুড়েই ছিলো ঘোর, দীর্ঘশ্বাস, বেদনা এবং শেষমেশ একরাশ আফসোস। বইটিতে লেখকের মনস্তাত্ত্বিক জীবনমুখী ভাবনার বহিঃপ্রকাশ ফুটে উঠেছিলো ব্যাপকভাবে। আসলে "শেষ" বললেই সব শেষ না। এই শেষের পরেও অনেক কিছু থেকে যায়। সেই থেকে যাওয়াটাই লেখক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন৷ বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
প্রিয় উক্তিঃ
১. একা মানুষের কোনো পিছুটান থাকে না, কথাটা আসলে সঠিক না। জীবনের প্রতি ভালোবাসা হলো সবচাইতে বড় পিছুটান।
২. পৃথিবীতে যেখানে সুখ আছে, ঠিক সেখানেই নিষেধ আছে। একটা সুখ মানেই একটা নিষেধ অমান্য করার ফল।
৩. যত সহজেই একটা দুঃখ শেষ হয়ে গেলে অন্য একটা দুঃখের জন্ম হয়। তত সহজে একটা সুখ শেষ হবার পর অন্য আরেকটা সুখ ফিরে আসে না।
৪. একজনের শূণ্য স্থান কখনো অন্যজন পূরণ করতে পারে না৷ শূণ্যস্থানের নিচে যেমন দাগ থাকে(----); অন্তরেও থাকে।
৫. মিথ্যার চেয়ে ভয়ংকর হলো অর্ধেক সত্য। কারণ সেটাকে সত্য থেকে আলাদা করা যায় না।
ব্যক্তিগত রেটিংঃ
৪.৫/৫
পাঠপ্রতিক্রিয়াঃ কেয়া সামি
0 coment rios: