Wednesday, March 30, 2022
Books Of Zunayed Eman
Books Of Zunayed Evan
Zunayed Eman
Zunayed Evan Vai
Sunday, March 27, 2022
Zunayed Evan
যার কাছে আমি বাঁচতে এসেছিলাম , সেই যদি গলা চেপে ধরে ; আষাঢ়ের রাতে আমি কার কাছে যাবাে !
-- জুনায়েদ ইভান ভাই❤️❤️
Saturday, March 26, 2022
Ashes
Back to Back Concerts !!!
আগামী ৭ দিনে থাকছে Ashes এর ৭ টি কনসার্ট !
১।
২৭ মার্চ ২০২২ - “ জয় বাংলা স্বাধীনতা কনসার্ট “
ভেন্যুঃ সলিমুল্লাহ রোড মাঠ , মোহাম্মদপুর , ঢাকা।
সময়ঃ রাত ৮ টা
সবার জন্য উন্মুক্ত !
২।
২৮ মার্চ ২০২২ - “ কন্সার্ট ফর বিক্রমপুর “
ভেন্যুঃ শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে মাঠ, মুন্সিগঞ্জ।
সময়ঃ রাত ৯ টা
সবার জন্য উন্মুক্ত !
৩।
২৯ মার্চ ২০২২- “নবীন বরণ অনুষ্ঠান”
ভেন্যুঃ রামপাল ডিগ্রী কলেজ প্রাঙ্গন, রামপাল, মুন্সিগঞ্জ
সময়ঃ দুপুর ১ টা
৪।
৩০ মার্চ ২০২২ - “জয় বাংলা কনসার্ট “
ভেন্যুঃ বিজয় মঞ্চ, মাইজদী কোর্ট , নোয়াখালী।
সময়ঃ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট
কনসার্ট সবার জন্য উন্মুক্ত।
৫।
৩১ মার্চ ২০২২ - “ IUB Chill Fest “
ভেন্যুঃ IUB Campus , ঢাকা।
সময়ঃ সন্ধ্যা ৬ টা
৬।
৩১ মার্চ ২০২২ -“ Kaliganj Government Shramik College Freshers reception “
ভেন্যুঃ কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ, গাজীপুর।
সময়ঃ রাত ৯ টা
সবার জন্য উন্মুক্ত
৭।
১ এপ্রিল , ২০২২ “ DIU Textile Carnival “
ভেন্যুঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আশুলিয়া ক্যাম্পাস।
সময়ঃ সন্ধ্যা ৭ টা
Zunayed Evan Vai
চিন্তার প্রথম স্তর হল সংগ্রহ; এটি কাজ করে সংবেদন ( sensation ) এবং প্রত্যক্ষর ( Perception ) মধ্য দিয়ে। কোন একটি বস্তুকে আমরা প্রথম উপলদ্ধি করি সংবেদনের মধ্য দিয়ে এবং তার পর যদি তাকে আমরা প্রত্যক্ষ করি তবেই চিন্তার জন্ম হয়।
একটি গাছের পাতা নড়ে যাওয়া আপনার মনে সংবেদন সৃষ্টি করলেও সেটা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পাতাটিকে প্রত্যক্ষ করছেন না।
চিন্তার দ্বিতীয় স্তর হল সংরক্ষণ। এই অংশটি কাজ করে স্মৃতি এবং কল্পনা নিয়ে। যখন আপনি অতীতের একটি ঘটনা মনে করতে থাকেন তখন সেটা স্মৃতি আর যখন সেই ঘটনা মিশ্রিত করে নিজের মত করে ভাবতে থাকেন তখন সেটা কল্পনা। স্মৃতির শেষ আছে, কল্পনার কোন শেষ নেই।
চিন্তার তৃতীয় ধাপ সম্প্রসারণ। এটি কাজ করে কোন একটি বিষয়ে প্রথমে Conception তারপর Judgement এবং সব শেষে Reasoning এর মধ্য দিয়ে।
Books of Zunayed Evan
জুনায়েদ ইভান ভাইয়ের লেখা
বছর খানেক আগেকার কথা…
ভয়াবহ করোনা। শহরে তখন অলিতে গলিতে To- Let এর সাইনবোর্ড,
To- Let শব্দটা যে একটা দুর্ভিক্ষের রূপক শব্দে পরিণত হবে, সেটা এতকাল পর্যন্ত কোন ভাষাবিদ পর্যন্ত আঁচ করতে পারে নি। একটা বাসা বদলে ভ্যান গাড়ি করে শহরের অন্য কোন গলিতে অন্য একটি বাসায় স্থানান্তরিত হওয়া আর খাট- তোষক, টেলিভিশন নিয়ে লঞ্চে করে শহরটাকে ছেড়ে যাওয়ার সময় পেছন থেকে নদীর তীরটা যেরকম ছোট আর ঝাপসা হয়ে আসে, সাথে করে স্বপ্ন গুলোও।
বছর খানেক পরের কথা...
মাঝে কিছু অতিরিক্ত গোরস্থানের সাথে সম্বন্ধ ,যাদের সাথে রাগ অভিমান কিংবা বেঁচে থাকার একটা ভরসার জায়গা ছিল। সেই সব মেনে না নিয়েই মেনে নিতে হয়েছে। যেন বোধহীন শিশু, ইচ্ছের অবাধ্য হয়ে শুনেছে মায়ের কথা। আবার শুরু করা নতুন করে নাকি শেষ হবার আর কিছু নেই?
আবার ফিরে আসা লঞ্চে , বিছানা – আসবাবপত্র সাথে করে নিয়ে কিছুটা এদিক- কিছুটা সেদিক... বদলেছে বাসস্থান, অফিস , কলিগ। শহরের আকাশ। দুপুরের কাক। বদলে যাবার কনসার্ট। সব কেমন আগের মতো।
যুদ্ধের সময় যখন হঠাৎ গোলাগুলির শব্দ থেমে যায়, যুদ্ধ থেমে গেছে বলে ভুল করে কেউ। আমরা কী এরকম কোন ভুলের ভেতরে আছি ?
ট্রাফিক এলার্ট যত না সাক্ষ্য দেয়- যানজট বেড়ে গেছে- তার চেয়ে অধিক সাক্ষ্য দেয়- আমরা আবার স্বাভাবিক হয়ে গেছি শুধু... কিছু গোরস্থানের সাথে সম্বন্ধ হয়েছে নতুন।
Zunayed Evan
''তুমি যে তুমিই, ওগো সেই তব ঋণ
আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন।''
রবীন্দ্রনাথের এই দুটা লাইন প্রথম শুনেছি লেখক জাভেদ হুসেনের কাছ থেকে। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আধুনিক কবিতার একটি মনে হয়। যদিও তাকে আধুনিক কবি বলা যায় কিনা, এই নিয়ে তর্ক আছে। আমি সেই তর্কে যাবো না। আমি শুধু কবির এই দুটা লাইনের প্রতি আমার মুগ্ধতা, আমার আনুগত্য প্রকাশ করব।
খেয়াল করে দেখুন, '' তুমি যে তুমিই, '' অর্থাৎ তুমি যে তুমি হয়েছো, আমার ভালোবাসাকে সার্থক করার জন্য এই তোমার অস্তিত্ব জরুরী ছিল। তার পরের অংশ- '' ওগো সেই তব ঋণ ''
অর্থাৎ তুমি , তুমি হবার মধ্য দিয়ে আমাকে ঋণী করলে। প্রশ্ন আসে, সেই ঋণ শোধ করবো কীভাবে ?
'' আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন।'' অর্থাৎ আমি আমার প্রেম দিয়ে সেই ঋণ শোধ করব। এখানে 'করব' শব্দটা ফুরায় নি। অর্থাৎ এই ঋণ শেষ হবার নয়। তাই '' চিরদিন '' শব্দটা ব্যবহার হয়েছে।
তাহলে আবার আসি,
''তুমি যে তুমিই, ওগো সেই তব ঋণ
আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন।''
অর্থাৎ, তুমি যে তুমিই হয়েছো , সেটাই আমার ভালোবাসার জন্য ঋণ। আমি আমার প্রেম দিয়ে অনন্তকাল এই ঋণ শোধ করে যাবো।
মাত্র দুটা লাইনে, কী দারুণ অভিব্যক্তি। এখানেই কবির মাহাত্ম্য প্রকাশ পায়।
Books of Zunayed Evan